১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষা অভিযানে ৩৭ জেলের কারাদন্ড ও ৬জন গ্রেপ্তার

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে সদর, গোয়ালন্দ ও পাংশায় ৩৭ জেলের কারাদন্ড ও ৬জনকে গ্রেপ্তার করেছে মোবাইল কোর্ট।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১১ টা থেকে শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদী অংশে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ১৭জন জেলেকে ৩দিন করে কারাদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক। এসময় ৪০ কেজি ইলিশ মাছ ও ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর, গোয়ালন্দ ও পাংশা উপজেলার পদ্মা নদীতে ৩টি মোবাইল কোর্টের ৭টি অভিযানে ২০ জন জেলের বিভিন্ন মেয়াদে কারাদন্ড, ৬ জনের নামে নিয়মিত মামলা করা হয়েছে। এসময় ২.৫০ লক্ষ মিটার জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

জব্দকৃত ২৮ কেজি ইলিশ এতিমখানায় বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক ও গোয়ালন্দে রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মকবুল হোসেন, পাংশায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান। সার্বিক সহযোগিতা করেন, জেলা ও উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যবৃন্দ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top