১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

সজীব হাসান, ( বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে মায়ের সাথে অভিমান করে ইশরাত জাহান ওরফে মার্জিয়া (১২) নামের ৬ষ্ঠ শ্রেনির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গনিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের রেজাউল ইসলাম ওরফে বাবুর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বৃহস্পতিবার বিকেলে স্কুলছাত্রী ইশরাত জাহান ওরফে মার্জিয়াকে তার মা পারিবারিক বিষয় নিয়ে বকাবকি করে।

এতে মায়ের উপড় অভিমান করে সে শয়ন ঘরের ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দেয়। এসময় স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় থেকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফেরদৌস আলী জানান, কোন বাদি না থাকায় তার মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top