১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নীলফামারীতে অনুষ্ঠিত হলো ‘ড্রিমস জিকে’ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা

মোঃ বাদশা প্রমানিক নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ড্রিমস জিকে’ অলিম্পিয়াড মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ১১টা থেকে ১১টা ৫০মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৫০ মিনিট সময়ে, ৫০ নম্বরের এ পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পরীক্ষায় নীলফামারী সদর উপজেলার ২৫টি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৭০০ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

পরীক্ষা চলাকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা বিএনপি’র সদস্য সচিব সাইফুল্লাহ রুবেল, নীলফামারী সরকারী কলেজের পদার্থ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাজেদ, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মদন কুমার রায়।

নীলফামারী সরকারী কলেজের প্রভাষক সোলায়মান আলী জানান, নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করা হবে।’‘পরীক্ষায় অংশ নেয়াদের মধ্যে প্রতি শ্রেণি থেকে কৃতি ১০জন শিক্ষার্থীকে বাছাই করা হবে। এক থেকে দশ জনের মধ্যে থাকা কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top