২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঝুট ব্যবসায়ী মনির হত্যা মামলায় হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর

নিজস্ব প্রতিনিধি:

জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ঝুট ব্যবসায়ী মনির হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য হাজী সেলিম ও তার ছেলে সোলায়মান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াক এই আদেশ দেন। এদিন হাজী সেলিম ও তার ছেলেকে আদালতে হাজির করা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম খান পুলক তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের পক্ষে পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। অন্যদিকে হাজী সেলিমের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ২ সেপ্টেম্বর হাজী সেলিমকে গ্রেফতার করা হয় এবং ১৪ নভেম্বর তার ছেলে সোলায়মান সেলিমকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চাঁনখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। সে সময় আসামিদের ছোঁড়া গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার গত ১৪ মার্চ শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৩৫১ জনকে নামীয় আসামি এবং ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ মামলায় কামরুল ইসলাম সপ্তম এজাহারনামীয় আসামি হিসেবে উল্লেখ আছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top