২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কিরগিজস্তানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ

আবু রায়হান, রাজশাহী প্রতিনিধি:

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য কিরগিজস্তানের স্বনামধন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলোতে সরাসরি এমবিবিএস ভর্তির নতুন সুযোগ তৈরি হয়েছে। বিদেশে উচ্চশিক্ষা সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এডু উইংস হাব সম্প্রতি দেশটির ১৮টি শীর্ষ সরকারি ও বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

এর ফলে বাংলাদেশি শিক্ষার্থীরা এখন থেকে সরাসরি এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে এমবিবিএস পড়াশোনার সুযোগ পাবেন।

এডু উইংস হাব জানায়, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের ভিসা সহায়তা প্রদান করবে এবং ভিসা অনুমোদনের পরেই টিউশন ফি পরিশোধের সুবিধা বজায় থাকবে। এতে শিক্ষার্থীদের অর্থনৈতিক ঝুঁকি অনেকটাই কমে যাবে।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো কিরগিজস্তানের রাজধানী বিশকেকে এডু উইংস হাবের নিজস্ব অফিস ও প্রতিনিধিরা শিক্ষার্থীদের সম্পূর্ণ সহযোগিতা করবেন। তারা এয়ারপোর্ট রিসিভ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন সম্পন্ন, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, মেডিকেল ইন্স্যুরেন্স, রেসিডেন্স পারমিট ও আবাসন সুবিধা পর্যন্ত প্রতিটি ধাপে শিক্ষার্থীদের পাশে থাকবেন।

শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন প্রসঙ্গে প্রতিষ্ঠানটির ম্যানেজমেন্ট জানায়, এই চুক্তির অধীনে ভর্তি হওয়া শিক্ষার্থীরা রাশিয়া ও ইউরোপের বিভিন্ন হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ পাবেন। পড়াশোনা শেষে তারা চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (BMDC) পরীক্ষায় অংশ নিয়ে দেশে ডাক্তারি করতে পারবেন অথবা বিদেশে উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ নিতে পারবেন।

এডু উইংস হাবের ম্যানেজিং ডিরেক্টর বলেন, “আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রতারণামুক্ত মেডিকেল ভর্তি ব্যবস্থা নিশ্চিত করা। কিরগিজস্তানে মেডিকেল শিক্ষার মান বিশ্বমানের এবং তুলনামূলকভাবে ব্যয়ও কম, তাই দিন দিন সেখানে বাংলাদেশি শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।”

উল্লেখ্য, কিরগিজস্তানে এমবিবিএস প্রোগ্রামের মেয়াদ পাঁচ বছর, এবং পাঠদান সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালিত হয়। দেশটির শীতল আবহাওয়া, উন্নত শিক্ষাব্যবস্থা ও বহুসাংস্কৃতিক পরিবেশ আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে এটিকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top