মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে মা ইলিশ সংক্ষণ অভিযানে মোবাইল কোর্টে ২১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে।
সোমবার (২০ অক্টোবর) থেকে মঙ্গলবার (২১ অক্টোবর) বিকাল ৩ টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দে এ অভিযান কার্যক্রম পরিচালনা করে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক বলেন, মোবাইল কোর্ট ৫টি, অভিযান ৯টি, আটককৃত ইলিশ ১৪৩ কেজি, আটককৃত জাল ৩.৮৩ লক্ষ মিটার, মূল্য ৭৪.৫৬ লক্ষ টাকা। এসময় রাজবাড়ী সদর উপজেলায় ৩ জনকে ২দিন, ৭ জনকে ৩ দিন, ৪ জনকে ৫ দিন, ৩ জনকে ৬ দিন এবং গোয়ালন্দ উপজেলায় ২ জনকে ৫ দিন, ২ জনকে ৩ দিন করে কারাদণ্ড প্রদান করে। রাজবাড়ী সদর উপজেলায় একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করে।
তিনি আরও বলেন, গত ০৪ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত মোবাইল কোর্ট ৪৯টি, অভিযান ১৪৪টি, আটককৃত ইলিশ ৯১১ কেজি, আটককৃত জাল ২৩.৩৩ লক্ষ মিটার, মূল্য ৪৫০.৯৬ লক্ষ টাকা, কারাদণ্ড ১৬২ জন, নিয়মিত মামলা ২২ জনের নামে। জরিমানা ১.১০২ লক্ষ টাকা, নিলাম থেকে আয় ০.৯৭ লক্ষ টাকা।