২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দুমকি উপজেলায় শ্রমিক লীগ নেতা পদত্যাগ করেও রেহাই পাননি: গ্রেফতার-১ জন

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, দলীয় পদ থেকে পদত্যাগের পরও শ্রমিক লীগ নেতা পরিচয়ে গ্রেফতার হয়েছেন দুমকির লেবুখালী ইউনিয়নের তাহের উদ্দিন সিকদারের ছেলে মো: নজরুল ইসলাম সিকদার(৪০)।

শুক্রবার (২৪ অক্টোবর) সকালে পায়রা পয়েন্ট এলাকায় চা খেতে গেলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।আটক নজরুল সিকদার জানান, তিনি ২০২৪ সালের ১০ এপ্রিল উপজেলা শ্রমিক লীগের অর্থ বিষয়ক সম্পাদক পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন। এরপর থেকে তিনি কোনো রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত নন।

তবুও স্থানীয় প্রভাবশালী একটি মহল পারিবারিক বিরোধের জেরে আওয়ামী লীগ ট্যাগ ব্যবহার করে পুলিশ দিয়ে তাকে হয়রানি করছে বলে অভিযোগ করেন তিনি।

দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন জানান নজরুলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২২ সালে উপজেলা বিএনপির অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় সংশ্লিষ্টা থাকায় তাকে ওই মামলায় গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে।নজরুলের পরিবার অভিযোগ করেছে, রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার করে তাকে ফাঁসানো হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top