মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে পৃথক অভিযানে ভিসা প্রতারক চক্রের দুই সদস্য ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণা ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত একাধিক মোবাইল ফোন ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের একাধিক আভিযানিক দল সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান-এর নির্দেশে ও পুলিশ পরিদর্শক (নিঃ) মো. আকতার হোসেন-এর নেতৃত্বে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানটি চালানো হয় সোমবার রাত ১টা ২৫ মিনিটে সৈয়দপুর পৌরসভার কয়নিজপাড়া এলাকায়। সেখানে থেকে গ্রেপ্তার করা হয় মো. শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭)-কে। পরবর্তীতে রাত ২টা ১৫ মিনিটে কিশোরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট নয়নখাল গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় মো. মমিনুল ইসলাম (২১)-কে।

তল্লাশীকালে তাদের কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ডেল (DELL) ল্যাপটপ জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিদেশে চাকরির ভিসার প্রতিশ্রুতি দিয়ে সাধারণ মানুষকে প্রতারণা করে অর্থ আত্মসাতের কথা স্বীকার করেছে।
এ ঘটনায় সৈয়দপুর থানায় এফআইআর নং-২৫, জিআর নং-২৩৪, এবং কিশোরগঞ্জ থানায় এফআইআর নং-২৫-এর অধীনে সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০(২)/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, একই রাতে সদর উপজেলার যাদুরহাট বাজারে “মুকুল টেলিকম অ্যান্ড স্টুডিও” নামের দোকানে অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. মুকুল হোসেন (৩০), পিতা-মো. সিরাজুল ইসলাম,
২. মো. যশোর আলী (৩৬), পিতা-মো. নুরুল ইসলাম,
৩. মো. মোস্তাফিজার রহমান (২০), পিতা-মো. রোস্তম আলী,
৪. মো. মহুবুল ইসলাম (৩২), পিতা-মৃত আলী হোসেন।
তল্লাশীকালে তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইল বিশ্লেষণে বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

এ ঘটনায় সদর থানায় মামলা নং-৩৩, তারিখ-২৭/১০/২০২৫, জিআর নং-৩২৮, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২০/২৪(২)/২৭(২) ধারায় মামলা রুজু করা হয়েছে।
নীলফামারী জেলা পুলিশ জানিয়েছে, সাম্প্রতিক সময়ে ভিসা প্রতারণা, অনলাইন জুয়া, আর্থিক প্রতারণাসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
নীলফামারী জেলা পুলিশ সুপার এ.এফ.এম. তারিক হোসেন খান বলেন, “ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া সমাজের জন্য ভয়াবহ হুমকি। সাধারণ মানুষের আর্থিক ক্ষতি রোধে সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও জানান, নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে— সাইবার অপরাধ সংক্রান্ত যেকোনো তথ্য বা অভিযোগ তাৎক্ষণিকভাবে জেলা গোয়েন্দা শাখা বা পুলিশের হেল্পলাইনে জানাতে।