মোঃ বাদশা প্রামাণিক নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশের পৃথক পৃথক অভিযানে ভিসা প্রতারক চ’ক্রে’র দুইজন সক্রিয় সদস্যকে গ্রে*ফতার করা হয়েছে।
সোমবার (২৭)অক্টোবর রাতে প্রথম অভিযানে সৈয়দপুর পৌরসভার কয়নিজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. শাহনেওয়াজ আক্তার সোয়েব (২৭) -কে গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানে কিশোরগঞ্জ থানার বাহাগিলি ইউনিয়নের ডাঙ্গারহাট নয়নখাল গ্রামে অভিযান চালিয়ে মো. মমিনুল ইসলাম (২১) -কে গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে তল্লাশীতে ধৃত সোয়েবের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মমিনুলের কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি ডেল ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পৃথক দুটি সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে।