২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ড্যাবের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত ডা. শাকিলুর রহমান

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি:
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন ড্যাব সিলেট জেলার সাধারণ সম্পাদক ডা. মো. শাকিলুর রহমান। তিনি দীর্ঘদিন ধরে চিকিৎসা, রাজনীতি ও সমাজসেবার সঙ্গে নিবিড়ভাবে যুক্ত একজন গুণী চিকিৎসক ও সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত।

ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ডা. শাকিল সিলেট জেলা ছাত্রদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং পরবর্তীতে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্ররাজনীতি শেষে তিনি পেশাজীবী সংগঠন ড্যাবে যোগ দেন এবং দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার দক্ষতা, সংগঠনিক যোগ্যতা ও নেতৃত্বের গুণে ২০১৯ সালের ড্যাব সিলেট জেলা কাউন্সিলে চিকিৎসকদের বিপুল ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সাম্প্রতিক সময়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হওয়ায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় ড্যাবের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার গুরুত্বপূর্ণ দায়িত্ব তার কাঁধে অর্পিত হয়েছে।

ডা. শাকিল শিক্ষাজীবনেও ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে নর্থইস্ট মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বারডেম হাসপাতালে ডায়াবেটিস বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নেন এবং যুক্তরাজ্যের চেষ্টার মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজিতে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। চিকিৎসক হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের এনেস্থেসিয়া ও আইসিইউ বিভাগে।

সিলেট মহানগরের স্থায়ী বাসিন্দা আলহাজ্ব আজিজুর রহমান ও রাবেয়া বেগমের বড় ছেলে ডা. শাকিলের পৈতৃক নিবাস মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নে।

এছাড়াও তিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এবং জেডআরএফ-এর আজীবন সদস্য।

ডা. শাকিলুর রহমানের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণে চিকিৎসক সমাজসহ ড্যাব নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও আশাবাদের সঞ্চার হয়েছে। তার নেতৃত্বে ড্যাবের কার্যক্রম আরও গতিশীল হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top