৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুম মামলায় সিআইডির অ্যাডিশনাল এসপি মশিউর রহমান গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি:

বরিশাল রেঞ্জের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী ও অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) কর্মরত অ্যাডিশনাল এসপি মো. মশিউর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ শাসনামলে বিরোধী মতাদর্শের নেতাকর্মীদের গুম ও নিখোঁজ করার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মশিউর রহমানকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সিআইডিতে দায়িত্ব পালনের সময় গ্রেফতার করা হয়।

প্রসিকিউশন সূত্র জানায়, মশিউর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি গুমের মামলা রয়েছে। অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজির করা হবে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১-তে দায়িত্ব পালনকালে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নানা অপেশাদার কর্মকাণ্ডে কুখ্যাতি অর্জন করেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন। তার ঘনিষ্ঠ সহযোগী হিসেবে মশিউর রহমানও একাধিক বিতর্কিত অভিযানে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত বছরের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তার সক্রিয় ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। সরকার পরিবর্তনের পর বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকা অবস্থায় গত বছরের ১২ নভেম্বর আলেপ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top