২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় খোকন হত্যা: চারদিন পর ২৫ জনের বিরুদ্ধে মামলা

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় ইসকন মন্দিরের সামনে হাবিবুর রহমান খোকন হত্যাকাণ্ডের চারদিন পর মামলা দায়ের হয়েছে। এতে মোট আসামি করা হয়েছে ২৫জনকে। এদের মধ্যে ১৭জনের নাম উল্লেখ করা হয়েছে।

আর বাকি ৮জন অজ্ঞাতনামা। শুক্রবার রাতে এ মামলা দায়ের করেন নিহত খোকনের স্ত্রী ফারজানা আক্তার। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন মুন্না, ছামিউল, রকি, সিয়াম, সাগর, ধলা, মেহেদী, কাকন, মহিন, শাহিন, শাওন ও রাফিদ। এদের বাড়ি শহরের সেউজগাড়ী, কৈচর এলাকার বাসিন্দা।

এর আগে গত সোমবার (২৭ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে খোকন ও তার বন্ধু বাধন মোটরসাইকেলে করে সাবেক ছাত্রদল নেতা পাভেলকে দেখতে সেউজগাড়ী পালপাড়া এলাকায় যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীদের একটি দল তাদের ঘিরে ফেলে।

মুহূর্তের মধ্যে রামদা ও হাসুয়া দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি কোপানো হয়। মাথা, হাত, পা—শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে খোকন রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে খোকন ও বাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিবুর রহমান খোকন মালতিনগর দক্ষিণপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে।

তিনি পেশায় রেন্ট-এ-কার ব্যবসায়ী ছিলেন এবং বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ড যুবদলের একজন সক্রিয় সদস্য ছিলেন। বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির জানান খোকন হত্যাকাণ্ডে মামলা গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top