৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাতিয়ায় চুরি-ডাকাতি ও স্প্রে পার্টি চক্রের আরও একজন গ্রেফতার

মোঃ দিদার উদ্দিন, হাতিয়া উপজেলা প্রতিনিধি:

হাতিয়ায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া চুরি, ডাকাতি ও স্প্রে পার্টি চক্রের সঙ্গে জড়িত অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে হাতিয়া থানা পুলিশ।

গত ২২ সেপ্টেম্বর রাতে হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের বাসিন্দা মহসিন রিপনের বাড়িতে দুর্বৃত্তরা স্প্রে দিয়ে অজ্ঞান করে জিম্মি অবস্থায় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা ও ১৯ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

ঘটনার তদন্তে অগ্রগতির অংশ হিসেবে, ১৭ অক্টোবর রাতে এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে হাতিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পরিত্যক্ত ঘর থেকে মাহিন (২৬)ও এনাম (৩০) চক্রের দুইজনকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া ৩২ ইঞ্চি টেলিভিশন, স্বর্ণালংকারের খালি বক্স এবং ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়। পরদিন আদালতে সোপর্দ করার পর তাকে রিমান্ডে নেওয়া হয়।

রিমান্ডে প্রাপ্ত স্বীকারোক্তির ভিত্তিতে আজ ৪ নভেম্বর সকাল ১০টায় হাতিয়া থেকে পালিয়ে যাওয়ার সময় নলচিরা ঘাট থেকে রাসেল নামে আরও এক সহযোগীকে গ্রেফতার করে এসআই মিনহাজের নেতৃত্বে হাতিয়া থানা পুলিশ।

পুলিশ চাইলে এসব বন্ধ করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। পুলিশ তাদের পেশাদারিত্ব বজায় রেখে সাধারণ মানুষের জন্য কাজ করে যাবে এটাই প্রত্যাশা৷

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top