মোঃ মাসুম বিল্লাহ জুয়েল, লালমোহন উপজেলা প্রতিনিধি:
ভোলা জেলার লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন মিয়া।
সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আলমগীর পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধলীগৌরনগর পশ্চিম বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন নসু, সাধারণ সম্পাদক রুহুল আমিন বাবলু, স্বেচ্ছাসেবক দল সভাপতি লোকমান পাটোয়ারী, ছাত্রদল সভাপতি মোঃ শিহাব হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা হাবিবুল্লাহ হাবিব মিয়াসহ আরো অনেকে।
সভায় নেতৃবৃন্দ জানান, আগামী ১৫ তারিখ বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম লালমোহনে আসবেন। তাঁকে বরণ করতে ধলীগৌরনগরে বিশাল মিছিল ও সংবর্ধনার আয়োজন করা হবে। উক্ত অনুষ্ঠানে ধলীগৌরনগর ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক জনগণ নিয়ে উপস্থিত থাকবো এবং আগামী নির্বাচনে আমাদের ইউনিয়ন থেকে আমরা সর্বোচ্চ সংখ্যক ভোট দিয়ে তাকে জয়যুক্ত করাবো।
পাশাপাশি আসন্ন নির্বাচন ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বক্তারা বলেন গত ১৭ বছরে আমরা যে অন্যায় অত্যাচার সহ্য করেছি তার অবসান ঘটানোর জন্য আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করে সরকার গঠন করলে দেশ এবং দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন এবং সুবিচার সুশান্তি প্রতিষ্ঠিত হবে পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান কার্যক্রম শেষ করা হয়।