১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চিহ্নিত মাদক কারবারি রেনু পাঠানের ছেলে মাদক কারবারি অংকন পাঠান গ্রেপ্তার

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে আবারও এক চিহ্নিত মাদকচক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে পৌরশহরের কাজী অফিসের সামনে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় শাফিন খান পাঠান ওরফে অংকন পাঠানকে (৩২)। তিনি এলাকার কুখ্যাত মাদককারবারি রেনু পাঠানের ছেলে। উল্লেখ্য, রেনু পাঠানও চলতি মাসের ১ নভেম্বর হেরোইনসহ গ্রেপ্তার হয়েছেন এবং ইতোমধ্যেই এক ডজনের বেশি মাদক মামলার আসামি হিসেবে কারাগারে রয়েছেন।

অংকন পাঠানের বিরুদ্ধে মোট ১৮টি মাদক মামলা রয়েছে। গাঁজাসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের তাকে তিন মাসের কারাদণ্ড দেন। পরে বিকেলে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, রেনু পাঠান ও তার ছেলে অংকন একসময় উপজেলার একটি স্বচ্ছল ও সম্মানজনক পরিবারের সদস্য ছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে তারা পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেন। প্রায়ই তারা গ্রেপ্তার হন, কিছুদিন কারাগারে থাকেন, পরে জামিনে বের হয়ে আবারও একই চক্রে ফিরে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, “অংকন পাঠান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিল। তার বিরুদ্ধে ১৮টি মামলা থাকা সত্ত্বেও সে বারবার জামিনে বের হয়ে আবারও একই পথে হাঁটত। তার বাবা রেনু পাঠানের বিরুদ্ধেও অসংখ্য মামলা রয়েছে।”

তিনি আরও জানান, “বাবা-ছেলে দুজনের কর্মকাণ্ডে এলাকায় বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আমরা তাদের থামাতে একের পর এক অভিযান চালাচ্ছি, তবে মাদকচক্র থেকে বের না হওয়ায় সমস্যা বাড়ছে।”

স্থানীয়দের দাবি, এই পরিবারকে মাদক ব্যবসা থেকে বিচ্ছিন্ন করতে আরও কঠোর নজরদারি এবং আইনি ব্যবস্থা প্রয়োজন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top