১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ডিবির হাতে আটক ১৩ : বিপুল পরিমাণ মাদক উদ্ধার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় মাদকের চালান ও আগ্রাসন ঠেকাতে অভিযানে তৎপর রয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গেল দুই সপ্তাহে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। পৃথক অভিযানে হাতেনাতে আটক হয় ১৩জন কারবারি। চিহ্নিত মাদকের আখড়া গুঁড়িয়ে দিচ্ছে যৌথ বাহিনী। অন্যদিকে সড়ক পথে আসা মাদকের চালান জব্দ করছে ডিবি।

রবিবার বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে পুলিশ। পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের শাজাহানপুর উপজেলার বনানী এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

কারবারি রুবেল ও হানিফের দেহ তল্লাশি করে ৫শ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। একইদিন বগুড়া সদরের তিনমাথা এলাকা থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। বিশু মিয়া ও জহুরুল ইসলাম নামের দুইজন গ্রেপ্তার হয়। শুক্রবার নন্দীগ্রাম থানা পুলিশের অভিযানে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তার মাহমুদ পাড্ডু দীর্ঘদিন মাদকের কারবার করতেন।

এরআগে সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া বটতলার চাররাস্তা মোড়ে অভিযান চালিয়ে ১শ পিস ইয়াবা উদ্ধার করে ডিবি। গ্রেপ্তার হয় কারবারি সুমন মিয়া। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকা থেকে কারবারি আলমগীর হোসেন জনিকে আটক করেছে ডিবি। তার দেহ তল্লাশি করে ১শ পিস ইয়াবা পাওয়া গেছে।

এছাড়া বগুড়ার চারমাথা বাস টার্মিনাল থেকে ৩শ পিস ইয়াবাসহ একজন, মাটিডালি বিমান মোড়ে দুই কেজি গাঁজাসহ একজন, শিবগঞ্জের কিচক ব্যাংকদহ পাতাইর মোড়ে ৪শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন, সদর উপজেলার বুজর-ক-বাড়িয়া বড়িয়া চাররাস্তা মোড়ে এক কেজি গাঁজাসহ একজন এবং বগুড়া-রংপুর মহাসড়কের ঠেঙ্গামারা এলাকা থেকে ২শ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top