১৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জুলাই অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধ মামলা: কাল রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনাল

নিজস্ব প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আগামীকাল সোমবার ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্যানেল বেলা ১১টায় রায় ঘোষণা শুরু করতে পারেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, অ্যাডভোকেট মিজানুল ইসলাম ও প্রসিকিউটর তামিম দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে প্রায় ১,৪০০ মানুষ নিহত ও প্রায় ২৫ হাজার আহত হওয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। গত ১৩ নভেম্বর ট্রাইব্যুনাল এ মামলার রায়ের দিন ধার্য করেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top