নিজস্ব প্রতিনিধি:
অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘোষিত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।
তার মতে, এই রায়ের মাধ্যমে শহীদরা, রাষ্ট্র এবং প্রসিকিউশন পক্ষ ন্যায়বিচার পেয়েছে। সংবিধান ও আইনের শাসনের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি রায়টিকে “যুগান্তকারী” আখ্যা দেন।
সোমবার রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায় আগামী প্রজন্মের জন্যও বার্তা দেবে যে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবেই এবং বড় কোনো অপরাধ করেও কেউ বিচার এড়াতে পারবে না।