১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘিরে ধানমন্ডি ৩২–এ উত্তেজনা, মেহের আফরোজ শাওনকে গ্রেফতারের দাবি

নিজস্ব প্রতিনিধি:

মানবতাবিরোধী অপরাধে জুলাই গণহত্যার মাস্টারমাইন্ড ও ডামি নির্বাচনের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুটি মামলায় মৃত্যুদণ্ড ও একটিতে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সোমবার দুপুর ২টা ৫০ মিনিটে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের প্যানেল এ রায় ঘোষণা করেন। রায়ের আগে ধানমন্ডি ৩২ নম্বরে ট্রাকে করে দুইটি বুলডোজার নেওয়া হলে সেখানে ছাত্র-জনতা হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেয়।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ক্ষুব্ধ জনগণ ধানমন্ডি ৩২–এ আগুন ও ভাঙচুর চালিয়েছিল। আজ বুলডোজার যাওয়ার ঘটনাকে ‘রাজাকারি’ বলে ফেসবুকে মন্তব্য করেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন।

তার ওই মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বহু নেটিজেন তাকে ‘ভারতীয় গুপ্তচর’, ‘ফ্যাসিস্ট দোসর’ বলে আখ্যা দিয়ে তার গ্রেফতার, সম্পদ জব্দ এবং বাসায় বুলডোজার পাঠানোর দাবি জানান।

অনেকে শাওনকে ধানমন্ডি ৩২ নিয়ে ‘অতিরিক্ত আবেগপ্রবণ’ বলেও কটাক্ষ করেন। অনলাইনজুড়ে সমালোচনা ও ক্ষোভের এই স্রোত রায়ের দিন বিকাল থেকেই আরও তীব্র আকার ধারণ করে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top