১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

জয়নাল আবেদীন জহিরুল, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত এক পলাতক সাজা/জিআর ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে যার আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ছিল।

থানা সূত্রে জানা যায়, মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনিবুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এসআই বিকাশ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানে কলমাকান্দা থানার মামলা নং—১২(০৪)/১৩, জিআর—৭১(২)/১৩, টিআর—৪১১/১৯ মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি সুজিত চন্দ্র সরকার (৪৮) কে গ্রেফতার করা হয়। তার পিতা সতীশ চন্দ্র সরকার, গ্রাম ঘাষী, থানা মধ্যনগর, জেলা সুনামগঞ্জ।

অভিযান পরিচালনাকালে সূত্রে জানা যায়, ১৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ২১:৫৫ মিনিটে নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার অন্তর্গত চানপুর সাকিন্থ মাদ্রাসা বাজার এলাকা থেকে সুজিত চন্দ্র সরকারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মধ্যনগর থানায় আনা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মধ্যনগর থানা সূত্রে আরও জানানো হয়, এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top