মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল, ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার ঐতিহ্যবাহী মেরেঙ্গা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এবং সহকারী শিক্ষক মোঃ হামিদুর রহমান খানের বিদায়ী সম্মানে এক রাজসিক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ, বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আয়োজনে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম রবিনের সভাপপতিত্বে এবং বিদ্যালয়ের সাবেক ছাত্র তানিম আহমেদ (চাঁন মিয়া) ও শফিকুল ইসলাম খান (রিপন) এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষককের কর্মনিষ্ঠা, ন্যায়-নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের আদর্শ উল্লেখ করেন।
“যেতে নাহি দিবো হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যা” কবির এই দুটি লাইনের মাধ্যমে বিদ্যালয়ের প্রাক্তন সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মো. হাকিবুল ইসলাম বিদায়ী শিক্ষক শাহজাহান ও শিক্ষক হামিদুর রহমানের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয়, বিদায়ী শিক্ষকদ্বয়, শুধু শিক্ষক নন, তাঁরা ছিলেন এই বিদ্যালয় ও এলাকার আলোকবর্তিকা।
এছাড়া বিদায়ী দুই শিক্ষকের জন্য মানপত্র পাঠ এবং ফুলেল সজ্জিত গাড়িতে করে ও মোটরসাইকেল শোডাউন সহকারে শিক্ষকদ্বয়কে বাড়িতে পৌছে দেওয়া হয। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীদের নিকট থেকে এধরনের সম্মাননা পাওয়ায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ গর্ববোধ করেন বিদায়ী শিক্ষকদ্বয়।
উক্ত জমকালো অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজলো মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিন আহম্মেদ, দাতা সদস্য ও সাবেক সভাপতি নজরুল ইসলাম ভুঁইয়া, সুলতান উদ্দিন পাঠান, মতিউর রহমান, সাবেক ছাত্র: হায়দার আলী পাঠান, মোঃ শামীম, আব্দুল আওয়াল, ফখরুল ইসলাম নয়ন, হারুনর রশীদ এবং নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল।
এসময় উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গন্যমান্য ব্যাক্তিবর্গ, অভিভাবক সহ স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।