২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৩ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন নাকচ

নিজস্ব প্রতিনিধি:

আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে গুম ও নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সেনাবাহিনীর ১৩ কর্মকর্তাসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১।

রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ ৩ ডিসেম্বর ও ৭ ডিসেম্বর শুনানির দিন ধার্য করে। গ্রেফতার ১৩ সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন ট্রাইব্যুনাল নাকচ করে জানায়—আইন সবার জন্য সমান, সাবেক প্রধান বিচারপতি ও মন্ত্রীরা হাজির হতে পারলে সেনা কর্মকর্তারাও হাজির হতে পারবেন।

পলাতক আসামি শেখ হাসিনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে জেড আই খান পান্নাকে নিয়োগ দেওয়া হয়েছে এবং অন্য পলাতকদের জন্যও রাষ্ট্রীয় ডিফেন্স অ্যাডভোকেট নিয়োগ করা হয়েছে।

সকালে ঢাকা সেনানিবাসের সাব-জেল থেকে প্রিজন ভ্যানে করে ১৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। র‍্যাবের টিএফআই সেলে গুম–নির্যাতনের মামলার অভিযোগ গঠন শুনানি হবে ৩ ডিসেম্বর এবং ডিজিএফআইয়ের জেআইসি সেলে গুম–নির্যাতনের মামলার শুনানি হবে ৭ ডিসেম্বর। সাত আসামি পলাতক থাকায় তাদের আত্মসমর্পণের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তির প্রক্রিয়া চলছে।

জুলাই গণঅভ্যুত্থানকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ট্রাইব্যুনাল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আপত্তিকর কনটেন্ট অপসারণেরও নির্দেশ দিয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top