২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দুমকী উপজেলায় একে মাধ্যমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান

জাকির হোসেন হাওলাদার, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, আপতুন্নেছা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় পুরানো ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান।১৯৬৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে ছিঁড়ে ঝুলে থাকা এবং ফাটল ধরে পড়ে থাকা দেয়ালের কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের কয়েকটি কক্ষে ছাদের পলেস্থারা উঠে রড বাহির হয়ে গেছে এবং দেয়ালের প্লাস্টার উঠে ইট দেখা যাচ্ছে ক্লাসে শিক্ষার্থীরা সুরক্ষিত নয়।

যেকোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে।বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী স্মৃতি ও জান্নাতুল ফেরদাউস জানান, তাদের ক্লাসে আসা ভয় লাগে কারণ ছাদের পলেস্থারা খসে যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে। মামুন ও সরোয়ার নামে দুই অভিভাবক বলেন, আমরা সন্তানদের লেখাপড়ার জন্য বিদ্যালয়ে পাঠাই, কিন্তু ভবনের এই দুরবস্থা আমাদের উদ্বিগ্ন করে রাখে।

আমরা চাই দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।বিদ্যালয়ের শিক্ষক পরিতোষ চন্দ্র দাস জানান, কিছুদিন পূর্বে পাঠদানরত অবস্থায় আমার মাথায় ছাদ থেকে পলেস্থা খসে পড়ে। তার পরেও ক্লাস রুমের অভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আমরা পাঠদান চালিয়ে যাচ্ছি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহমুদা আক্তার হ্যাপি জানান, বিদ্যালয়ে বর্তমানে ১হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। ক্লাস রুমের সংকটের কারণে ঝুঁকি সত্ত্বেও শিক্ষকরা প্রতিদিন পাঠদান চালিয়ে যাচ্ছেন।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতি : দা 🙂 শহিদুল ইসলাম বলেন বিদ্যালয়ের একটি নতুন ভবন রয়েছে সেখানে সংকলন না হাওয়ায় বিভিন্ন সময় ক্লাস পরীক্ষা ঝুঁকিপূর্ণ ভবনে নেওয়া হয় ওখানে একটি ভবন প্রয়োজন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নতুন ভবন নির্মাণের জন্য জানিয়ে ব্যবস্থা গ্রহণ করব।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top