মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুর পৌরসভার নতুন চারতলা পৌরভবন এর উদ্বোধন করা হয়েছে। আজ (২৪ নভেম্বর) সোমবার বিকাল ৪ টার দিকে নতুন পৌরভবনের উদ্বোধন করেন পৌর প্রশাসক ইউএনও, ফাহমিদা আফরোজ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সামিউল ইসলাম, প্রকৌশলী কর্মকর্তা, মিলন মিয়া, গুরুদাসপুর পৌর নির্বাহী কর্মকর্তা, মোঃ হাসান আলী, গুরুদাসপুর স্বাস্থ্য কর্মকর্তা, এস এম আলমাস, মাধ্যমিক শিক্ষা অফিসার, মোঃ সেলিম আকতার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মোঃ জোনাব আলী, সমাজসেবা কর্মকর্তা, শফিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকরুজ্জামান, মৎস্য কর্মকর্তা, রতন শাহা সহ এলাকার রাজনৈতিক, ব্যাবসায়ীক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, নতুন পৌরভবনের নির্মাণ ব্যয় হয়েছে প্রায় দের কোটি টাকা।