আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী, নরসিংদী প্রতিনিধি:
সোমবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার শরীফপুর বেলতলা মাঠে নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী লেবুতলা ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নরসিংদী-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম।
জামায়াতের মনোহরদী উত্তর শাখার কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি এ কে এম মনির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক আব্দুল লতিফ খান, কেন্দ্রীয় মজলিসে শূরার সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শৌকত আলী, মনোহরদী দক্ষিণ শাখার আমীর মাওলানা মোঃ ছানাউল্লাহ এবং উত্তর শাখার আমীর মাওলানা ইকবাল হোসাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মনোহরদী দক্ষিণ শাখার সেক্রেটারি মোঃ তাজুল ইসলাম শাহীন, মনোহরদী পৌরসভার আমীর মোঃ আসাদুজ্জামান নূর, মনোহরদী দক্ষিণ শাখার যুব বিভাগের সেক্রেটারি সাবেক ছাত্রনেতা নূরুল আমিন ফরাজি, শুকুন্দী ইউনিয়নের আমীর আল আমিন ফরাজি প্রমুখ।