২৪শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হাবিবের মনোনয়ন বাতিল এবং জাকারিয়া পিন্টুর মনোনয়নের দাবিতে মশাল মিছিল করেছে জাকারিয়া পিন্টুর সমর্থকরা

রিফাজ বিশ্বাস লালন, ঈশ্বরদী প্রতিনিধি:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া)আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক জাকারিয়া পিন্টুকে মনোনয়নের দাবিতে ঈশ্বরদীতে এবার মশাল মিছিল করেছেন ঈশ্বরদী পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সহযোগী সংগঠন গুলোর নেতাকর্মীরা।

আজ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের আলহাজ্ব মোড় থেকে মশাল মিছিল কর্মসূচি শুরু করেন। এখান থেকে মশাল মিছিলটি শহরের প্রধান সড়ক দিয়ে রেলগেট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসে পথসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জাকারিয়া পিন্টুকে দলের যোগ্য বিবেচনায় দলের চুড়ান্ত মনোনয়নের জোর দাবি করেন তারা।

এ সময় বক্তারা বলেন, পাবনা ৪ আসনে দলের জনবান্ধব নেতা জাকারিয়া পিন্টুকে মনোনয়ন না দেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

পথসভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস এম ফজলুর রহমান, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ, ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান সোনা মনি প্রমুখ।

উল্লেখ্য, ৩ নভেম্বর পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এরপর থেকেই হাবিবুর রহমান হাবিবের মনোনয়ন পরিবর্তন করে জাকারিয়া পিন্টুকে দলের চুড়ান্ত প্রার্থী ঘোষণার দাবিতে তার সমর্থকেরা বিক্ষোভ মিছিল, পথসভা, সমাবেশসহ বিভিন্ন আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top