নিজস্ব প্রতিনিধি:
ইসলাম ধর্ম ও আল্লাহকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মানিক মুনতাসির। সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, লালন শাহ, শাহ আবদুল করিম, চিশতি বাউল বা ফকির শাহাবুদ্দিনের মতো প্রকৃত সাধকেরা কখনো ধর্ম বা সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করেননি; অথচ আবুল সরকারের মতো অনেকে বাউলিয়ানা নামে ভণ্ডামি করছেন।
তিনি বলেন, আবুল সরকার যদি সত্যিই জ্ঞানী হন, তবে নতুন কোনো ধর্মগ্রন্থ বা অন্তত লালন–করিমের মতো দুটি ভালো গান লিখে দেখাক; যৌন সুরসুরি আর ধর্মকে কটাক্ষ করে গান বানানো যোগ্যতার পরিচয় নয়। মানিক মুনতাসির জানান, আগের দিন তিনি কেবল আইনগত কারণে আবুল সরকারকে লিঞ্চিংয়ের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, তবে তার বক্তব্য ও ধর্মের অপব্যাখ্যা ছিল চরম ভুল।
তিনি বলেন, অল্প জ্ঞান নিয়ে কোরআন–হাদিসের ভুল ব্যাখ্যা দেওয়া বোকামি এবং জনসমক্ষে এসব বলা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ। তার দাবি, প্রকৃত সাধক হতে চাইলে লালন শাহের জীবন পড়তে হবে, শাহ আবদুল করিমের দর্শন জানতে হবে, নতুবা অন্তত গৌতম বুদ্ধের জীবন থেকেও শেখা উচিত।
সাংবাদিক মানিক মুনতাসির লেখেন, লালন শাহ মানবতাবাদী ছিলেন, সমাজ সংস্কার করেছেন, আর আবুল সরকারের মতো ভণ্ড বাউলরা কেবল সমাজে বিভ্রান্তি ছড়ান। শেষে তিনি বাউলদের উদ্দেশে বলেন, ‘সাধক হতে চাইলে ভণ্ডামি ছেড়ে সত্যের পথে আসুন।’