২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়া সান্তাহারে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে একটি স্কুলে ব্যাগের মধ্যে কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো অবস্থায় একটি বান্ডেলে চার কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে ছাত্র জনতা আটক করে রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা হলো লালমনিরহাট জেলার সদর থানার দুরাকুটি গ্রামের মৃত হাসেন আলীর ছেলে আমিনুল ইসলাম (৩২) এবং একই এলাকার জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩০) আজ (২৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে লালমনিরহাট থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের যাত্রীদ্বয় সান্তাহার স্টেশনে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় সন্দেহ বসত ওই দুই মাদক কারবারিকে স্থানীয় ছাত্র-জনতা ধরে রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

বরেলওয়ে থানা সূত্রে জানা গেছে, লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহার গামী লোকাল ট্রেন ১.৩০ ঘটিকার সময় সান্তাহার জংশন স্টেশনের চার নম্বর প্লাটফর্মের দুই নম্বর লাইনে এসে দাঁড়ায়। ট্রেন থেমে গেলে দুইজন যাত্রী একটা স্কুল ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমে প্লাটফর্ম পার হওয়ার সময় তাদের গতিবিধি সন্দেহ হলে স্থানীয় ছাত্র-জনতা তাদের আটক করে রেলওয়ে থানায় সোপর্দ করে।

সেখানে উপস্থিত থানা প্রশাসন, ছাত্র-জনতা ও গণমাধ্যমকর্মীদের সামনে ব্যাগ খুললে দেখা যায় সেখানে কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো চার কেজি গাঁজা। তাৎক্ষণিক তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা নিশ্চিত করে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, গাঁজাসহ গ্রেপ্তারকৃত দুই মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top