২৫শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

উজিরপুর বেতন বৈষম্য দূরীকরণ, ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি

এম,এম, রহমান,উজিরপুর বরিশাল প্রতিবেদক:
সরকারি কর্মচারীদের বেতন বৈষম্য দূরীকরণ এবং ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে উজিরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে-কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট চাই”— বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ এর ব্যানার নিয়ে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন। পরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী সুজা এর মাধ্যমে মাননীয় উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলা চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মচারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বৈষম্যমুক্ত বেতন কাঠামোর দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো সেই দাবি বাস্তবায়ন না হওয়ায় তারা আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন।

এ সময় প্রতিষ্ঠানটির আহবায়ক এইচ এম মহিউদ্দিন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব শিশির ক্রান্তি ব্রম্মা,মোঃ মিজানুর রহমান সরদারের সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন,মোঃ আনোয়ার হোসেন, জুয়েল মৃধা, মোহাম্মদ নজরুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মনিকা রানী সরকার, মোঃ আবু হানিফ মুন্সি, মোঃ হালিম হাওলাদার, মোঃ জসিম উদ্দিন ও প্রমূখ। সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা কাছে স্বরলিপি হস্তান্তর করা হয়। এ সময় উপজেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top