মনির হোসেন, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ সংকট চরমে পৌঁছেছে। দলীয় কোন্দল ও পুনর্গঠন ইস্যুতে একযোগে পদত্যাগ করেছেন পাঁচজন জ্যেষ্ঠ নেতা। সোমবার রাতে চারজন এবং মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।
দলীয় সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে পুনর্গঠন প্রক্রিয়ায় কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের বিরুদ্ধে ‘আওয়ামী লীগপন্থী নেতাদের পুনর্বাসন’ ও ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ’ করার অভিযোগ উঠেছে। এতে দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়।
পদত্যাগকারী নেতারা হলেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান সাজু, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ মাস্টার, সহসভাপতি আব্দুল মান্নান, গজারিয়া ইউনিয়নের সভাপতি আব্দুর রউফ এবং বহুরিয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মিয়া।
পদত্যাগপত্রে তাঁরা অভিযোগ করেন, দল পুনর্গঠনের নামে ত্যাগী নেতাদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের সামনে আনা হচ্ছে। এ নিয়ে প্রশ্ন তুললে ‘বিমাতা সুলভ আচরণ’ ও অবমাননার শিকার হতে হয়েছে বলেও উল্লেখ করেন তারা।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির রাজনীতিতে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে এমন গণপদত্যাগ উপজেলা বিএনপির সাংগঠনিক দুর্বলতা আরও বাড়িয়ে দিতে পারে এবং প্রার্থীর মনোবলেও বিরূপ প্রভাব ও কর্মকাণ্ড কিছুটা ঝুঁকিতে ফেলতে পারে।