এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:
পরশুরামে নিষেধাজ্ঞা অমান্য করে মুহুরি নদীতে বালু উত্তোলন করে পরিবহনের অপরাধে ৫০ হাজার টাকা জরিমান ও ট্রাক জব্দ করেছেন
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম সাফায়াত আখতার নূর।
২৫ নভেম্বর (মঙ্গলবার) পরশুরামের মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবহনের সময় বালুভর্তি তিনটি পিকআপ জব্দ করেন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর। এ সময় কবির আহমদকে ৫০ হাজার টাকা জরিমান করেছেন।
এর আগে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নুর পরশুরাম মাছ বাজার, মৎস্য খাবারের দোকান, হোটেলসহ বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেছেন।