মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’ ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে গুরুদাসপুরে জাতীয় প্রানিসম্পদ সপ্তাহ ও প্রানিসম্পদ প্রদর্শনী – ২০২৫ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৬ নভেম্বর) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত এই প্রাণী সম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন, গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাহমিদা আফরোজ। তিনি প্রদর্শনের প্রত্যেকটা স্টল ঘুরে দেখেন।
প্রদর্শনীতে মোট ২৯ টি স্টল রয়েছে, এর মধ্যে প্রানি স্টল ১৫ টি, ফিড ২ টি, মেডিসিন ৭ টি, ডিম ১ টি, দই, ঘি ২ টি, ঘাস ১ টি ও ইনকিউবেটর ১ টি।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) আসাদুল ইসলাম, উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা, ডা: রোকনুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা, শফিকুল ইসলাম, প্রকৌশলী, মিলন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আলী, সহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, মৎস কর্মকর্তা রতন সাহা সহ গুরুদাসপুর উপজেলা প্রশাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন ।