নিজস্ব প্রতিনিধি:
বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে পুনরায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার–ইএমএসসি জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৬।
উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল এবং গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬.২ মাইল। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত নিশ্চিত করেছেন রাজধানীতেও কম্পন অনুভূত হয়েছে।
গত ২১ নভেম্বর থেকে ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও আশপাশে চারবার ভূমিকম্প হওয়ার পর আজ আবার কম্পন হলো। ২১ নভেম্বর সকাল ১০টা ৩৯ মিনিটে ঢাকার কাছে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়।