২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রাজবাড়ীতে ঠিকাদারের বাড়িতে দুধর্ষ ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী আফড়া এলাকায় ঠিকাদার আব্দুল মাজেদ শেখের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। আব্দুল মাজেদ শেখ পেশায় একজন ঠিকাদার এবং দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজে যুক্ত রয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াই টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে তার বসতবাড়িতে ৮-১০ জনের একটি ডাকাতদল দেয়াল টপকে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা নগদ ৪ লাখ ১৫ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় বাড়িতে থাকা এক নারী অতিথির কান থেকে জোরপূর্বক দুল ছিনিয়ে নিতে গেলে তার কান ছিঁড়ে যায়। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ডাকাতির খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে আব্দুল মাজেদ শেখ বলেন, “৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্র ঠেকিয়ে সবাইকে জিম্মি করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করে নেয়। এমনকি অতিথির কানের দুল পর্যন্ত ছাড়েনি। ঘটনাটি অত্যন্ত ভয়াবহ।”

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top