জুবায়ের আহমেদ, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল-হেরা মুহিউস সুন্নাহ কওমী মাদরাসা, কোচবাড়ী কর্ণা, গুনগ্রাম, নুরানী বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র-ছাত্রীদের বিদায় উপলক্ষে এক জমকালো দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় মাদরাসা প্রাঙ্গণে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হযরত মাও: মুফতি ইব্রাহীম খলিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ইকরা নূরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রধান প্রশিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক) হযরত মাও: আব্দুল হাই (দা. বা.)।
অনুষ্ঠান পরিচালনা করেন অত্র মাদরাসার মুহাদ্দিস মুফতি ইব্রাহীম খলিল সিরাজী।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, “নূরানী শিক্ষা ইসলামী জীবনের ভিত্তি। শিশুদের কোমল হৃদয়ে কুরআনের নূর পৌঁছে দিতে এই স্তরের শিক্ষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে কুরআন-সুন্নাহর প্রকৃত ধারক-বাহক হিসেবে গড়ে ওঠে এটাই আমাদের প্রত্যাশা।” তিনি নৈতিক শিক্ষা, নিয়মিত পড়াশোনা, নৈতিকতা, শিষ্টাচার ও ইসলামি আদর্শ অনুসরণের বিষয়ে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মাদরাসা প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো শুদ্ধ কুরআন শিক্ষা ও সুন্নাহনির্ভর চরিত্র গঠন। তিনি অভিভাবকদের সন্তানদের প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান এবং শিক্ষকদের আন্তরিক পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
দোয়া ও মোনাজাতে মন ভরানো পরিবেশ আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের উত্তম ভবিষ্যৎ কামনা করে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতন শিক্ষার্থীদের ইমান-আকিদা, নৈতিকতা, সফলতা অর্জনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাতের সময় পুরো মাদরাসা পরিবেশ ছিল আবেগমাখা ও আধ্যাত্মিক আবহে পরিপূর্ণ। উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবকরা অনুষ্ঠানে মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক, বর্তমান শিক্ষার্থী, বিদায়ী শিক্ষার্থী এবং শতাধিক অভিভাবক অংশ নেন। সকলে বিদায়ী শিক্ষার্থীদের সফল জীবনের জন্য দোয়া ও শুভকামনা জানান।