নিজস্ব প্রতিনিধি:
জুলাই মাসের গণহত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান, গণহত্যার মামলায় দণ্ডিত হওয়ার পর শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ভারত খতিয়ে দেখছে, তবে এই প্রক্রিয়ার প্রথম ধাপ হবে কামালকে দিয়ে।

স্ট্যাটাসে শফিকুল আলম লিখেন, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালসহ জুলাই গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগ নেতৃত্বকে বাংলাদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। তার ভাষায়, শক্তিশালী মহলের সহানুভূতি থাকলেও “ঢাকার কসাই” কামালকে অচিরেই প্রত্যর্পণ করে রায় কার্যকর করা যেতে পারে।
তিনি বলেন, হাসিনার ১৬ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘন উন্মোচিত হওয়ার সঙ্গে সঙ্গে গণহত্যা ও গুমের ঘটনায় কামালের ভূমিকা আন্তর্জাতিক মিডিয়ার মনোযোগ আরও বাড়াবে। যত অর্থ ব্যয় করেই পালানোর চেষ্টা করা হোক না কেন, জবাবদিহি এড়ানো সম্ভব হবে না।
সবশেষে তিনি লিখেছেন, “এটা কামালকে দিয়ে শুরু হবে এবং তারপর…”
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন।