২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবী গ্রেপ্তার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় বাস তল্লাশিতে ২৪০০ পিস ইয়াবাসহ ননদ-ভাবীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। তাদের পায়ে স্কচটেপ পেচানো অবস্থায় এসব ইয়াবা পাওয়া যায়। বৃহস্পতিবার রাতে বগুড়া-ঢাকা মহাসড়কের শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় উত্তরবঙ্গগামী একটি হানিফ পরিবহন বাসে তল্লাশির সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাটের ফকিরহাট উপজেলার পাগলা উত্তরপাড়া গ্রামের দিপা আক্তার (৩০) ও তার ভাবী খুলনা জেলার রূপসা থানার নৈহাটি গ্রামের নুর-নাহার (৪০)। তারা সম্পর্কে ননদ-ভাবী। ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে বাসটি থামিয়ে তল্লাশি করা হয়।

এসময় পাশাপাশি বসা দুই নারীকে সন্দেহ হলে দেহ তল্লাশিতে তাদের পায়ে স্কচটেপে প্যাঁচানো ২৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুই নারীর বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top