মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীকে একটি আধুনিক ও মাদকমুক্ত মডেল জেলা হিসেবে গড়ে তুলতে বিস্তৃত কর্মপরিকল্পনা গ্রহণের ঘোষণা দিয়েছেন নবাগত পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম পিপিএম। মাদক নিয়ন্ত্রণকে জেলার প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে তিনি জানান, দ্রুত একটি গ্রামকে ‘মডেল গ্রাম’ হিসেবে ঘোষণা করা হবে, যেখানে আইন-শৃঙ্খলা, জনসচেতনতা এবং প্রশাসনিক সমন্বয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।
এসপি জাহিদুল ইসলাম বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর। সামনে জাতীয় নির্বাচন—এটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি সদস্য অঙ্গীকারবদ্ধ।”
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক নুর আলম, সিনিয়র সাংবাদিক হাসান রাব্বী প্রধান ও মীর মাহমুদুল হাসান আস্তাক বক্তব্য রাখেন। তারা জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতে পুলিশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলে— অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এবিএম ফয়জুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ,এবং নীলফামারী থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ।
উল্লেখ্য, গত শনিবার নীলফামারীর পুলিশ সুপার হিসেবে যোগদান করেন শেখ জাহিদুল ইসলাম। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।