১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

পরশুরাম মিশন একাডেমীর অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠিত

এম,এ,করিম ভুঁইয়া,পরশুরাম প্রতিনিধি:

পরশুরামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পরশুরাম মিশন একাডেমীর অভিভাবক সমাবেশ ও পঞ্চম শ্রেণির বিদায় শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৯ নভেম্বর (শনিবার) সকালে স্কুল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নুরানি বিভাগের প্রধান ধর্মীয় শিক্ষক মওলানা মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ইমাম হোসেন সজীব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মিশন একাডেমীর পরিচালনা পরিচালক মওলানা নুর মোহাম্মদ, মিশন একাডেমীর সাবেক প্রধান শিক্ষক ও দেবপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মওলানা মোঃ আব্দুল হালিম, পরিচালনা পর্ষদের সদস্য ও গুথুমা খান বাহাদুর আব্দুল আজিজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমরান উদ্দিন মজুমদার, পরশুরাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন, প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ সেক্রেটারি আবুল কালাম ভূঁইয়া পিংকু।

এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য জহিরুল ইসলাম, ইমরাউল কায়েস চৌধুরি সুজন, মিশন একাডেমীর প্রধান শিক্ষক আব্দুল গোফরান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিদায়ি শিক্ষার্থীদের ১৬ জনকে স্মারক প্রদান করা হয়।
উল্লেখ্য, উক্ত প্রতিষ্ঠানটি গত ২২ বছর পরশুরামে মানসম্মত শিক্ষাদান করে আসছে। যাতে হাইব্রিড মডিউলে নূরানী ও আধুনিক শিক্ষাদান কার্যক্রম পরিচালিত হচ্ছে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top