১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহের সময় সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম এবং এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (সিটিজেএ)-এর সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন—

সিটিজেএ’র সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ,

রাজশাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আসলাম উদ দৌলা, এডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান মাহমুদ।

সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান।

বক্তারা বলেন, সংবাদ সংগ্রহের সময় শুভ নামের এক সন্ত্রাসীর নেতৃত্বে ২০–২৫ জন সন্ত্রাসী দুই সাংবাদিকের ওপর হামলা চালায়। সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তাদের আরও মারধর করা হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা বেড়েই চলেছে, কিন্তু প্রশাসনের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না। অবস্থা এভাবে চলতে থাকলে তা দেশের জন্যও অশুভ সংকেত বয়ে আনবে। বক্তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গত ২৭ তারিখ গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে প্রার্থী বাতিলের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিলের ভিডিও ধারণ ও সংবাদ সংগ্রহের সময় চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী আমিনুল ইসলামের অনুসারীরা দুই সাংবাদিককে পরিচয় দেওয়া সত্ত্বেও মারধর ও লাঞ্ছিত করে

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top