সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে এক স্যার ব্যবসায়ী কে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় ভাটগ্রাম ইউনিয়নের কুন্দারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সাঈদ ট্রেডার্সে সারের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সাঈদ ট্রেডার্সের স্বত্বাধিকারী খুচরা ডিলার মোঃ আবু সাঈদ কে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৩৮) ধারায় ৩০হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার জাকিরুল ইসলাম, উপসহকারী কৃষি অফিসার শাহাদাত হোসেন, নন্দীগ্রাম থানা পুলিশ প্রমুখ। ওই সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আশিকুর রহমান