মো. সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে দেশীয় ও ছোট মাছ সংরক্ষণে বিশেষ অভিযানে প্রায় ৫ লাখ টাকা মূল্যের ৫১টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় কিশোরগঞ্জ উপজেলার চেংমাড়ী এলাকায় এসব জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দিনের বিভিন্ন সময়ে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের ক্যানেলের বাজার, চেংমাড়ী, বড়ভিটা জুরাবান্দা ব্রিজসহ মোট ৬টি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেশীয় ও ছোট মাছ নিধনে ব্যবহৃত চায়না দুয়ারি জাল আটক করা হয়—যার বাজারমূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা। উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম এবং থানা পুলিশের সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, “চায়না দুয়ারি জাল দেশীয় মাছের বংশবিস্তারে মারাত্মক হুমকি তৈরি করছে। তাই দেশীয় ও ছোট মাছ রক্ষায় এ অভিযান পরিচালনা করে ৫১টি জাল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।”
স্থানীয় পর্যায়ে দেশীয় মাছ সংরক্ষণে এমন ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।