মোঃ নজরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর প্রথমবার জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন। রবিবার সকাল ৯টা ৩০ মিনিটে পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি পুলিশ লাইন্সের অভ্যন্তরে বিভিন্ন দপ্তর, অস্ত্রাগার ও পুলিশ লাইন্স মেস সরজমিনে ঘুরে দেখেন। এ সময় সংশ্লিষ্ট দপ্তরের ইনচার্জ, অফিসার ও উপস্থিত ফোর্সদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কর্মদক্ষতা, শৃঙ্খলা ও জনসেবামূলক কাজে আরও মনোযোগী হওয়ার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কর্মসূচিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জনাব জুবায়দুল আলম, আরআই পুলিশ লাইন্স জনাব মোঃ ইসরাফিল হোসেনসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নবাগত পুলিশ সুপার তাঁর দায়িত্বকালীন সময়ে শেরপুর জেলাকে আরও নিরাপদ, আইনশৃঙ্খলাসংগত ও জনবান্ধব পুলিশিংয়ের একটি অনুকরণীয় মডেল হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।