২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দীঘিনালায় ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর ব্যানার ছিড়ে ফেলল দুর্বৃত্তরা

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর নির্বাচনী প্রচারণার পোস্টার ও ব্যানার ছেঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। দলটির কেন্দ্রীয় মনোনয়নপ্রাপ্ত খাগড়াছড়ি-২৯৮ আসনের এমপি প্রার্থী মাওলানা কাউসার আজিজের হাত পাখা প্রতীকের এসব প্রচারণাসামগ্রী বিভিন্ন স্থানে লাগানো ছিল।

উপজেলার গুরুত্বপূর্ণ বাজার, সড়ক মোড়, ও জনবহুল পয়েন্টগুলোতে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতারা কয়েকদিন ধরেই ফেস্টুন ও ব্যানার টাঙান। কিন্তু ধারাবাহিকভাবে এসব প্রচারণাসামগ্রী ছিঁড়ে ফেলার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন তাঁরা। এতে এলাকার সাধারণ ভোটারদের মধ্যেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

দীঘিনালা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্দুল্লাহ জাহাঙ্গীর বলেন, “আমরা বৈষম্যহীন, ন্যায়–ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। সম অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করি। যারা ফেস্টুন-ব্যানার ছিঁড়ছে তারা প্রতিহিংসার রাজনীতিকে উসকে দিচ্ছে। প্রতিহিংসা থেকে বেরিয়ে না এলে একটি দেশ কখনোই উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে না।”

তিনি সবার প্রতি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ফিরিয়ে আনার আহ্বান জানান।

এদিকে স্থানীয়দের অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে এলাকায় পোস্টার-ব্যানার লাগানো স্বাভাবিক হলেও বারবার ব্যানার ছিঁড়ে ফেলা অশোভন ও অগণতান্ত্রিক আচরণ। তারা প্রশাসনের প্রতি এ ধরনের অপকর্মকারীদের দ্রুত শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকাবাসী আশা করছেন, আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করবে এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top