মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলীয়া খ্যাদ্য গুদামে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৫ ২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া গ্রাম সরকারি খাদ্য গুদামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আমন সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়।
খ্যাদ্য গোডাউনে সরকারি ভাবে সরাসরি তালিকাভ’ক্ত কৃষকদের নিকট হতে ১১৭ মেট্রিক টন আমন প্রতি কেজি ধান ৩৪ টাকা ও মিলারদের নিকট হতে ৭৬ মেট্রিক টন চাল প্রতি কেজি ৫০ টাকা দরে ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান।
এ সময় উপজেলা কৃষি অফিসার রতন কুমার ষোষ, উপজেলা খ্যাদ্য নিয়ন্ত্রক মনোতোষ কুমার মজুমদার, নলীয়া গ্রাম এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ বুলবুল হাসান, জামালপুর ডিগ্রী কলেজের প্রভাষক মীর মনিরুজ্জামান বাবু সহ সরকারি কর্মকর্তা সুধীজন ও কৃষকগণেরা উপস্থিত ছিলেন।