৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বগুড়ায় ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ায় র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণের মধ্য দিয়ে উদযাপিত হলো ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি —এই প্রতিপাদ্যে বুধবার জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসক চত্বরের বটতলা থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদে গিয়ে শেষ হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. রকনুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান এবং সিভিল সার্জন ডা. মো. খুরশীদ আলম। বক্তারা বলেন মানবিক রাষ্ট্র গঠনে প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, উন্নত জীবনমান নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে সরকার অব্যাহতভাবে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে।

অনুষ্ঠান শেষে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪টি হুইলচেয়ার এবং ৬টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top