৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোহাঃ রকিব উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে অবস্থিত ৫৯ বর্ডার গার্ড মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী গত বুধবার দুপুরে আয়োজন করা হয়। ব্যাটালিয়ন মাঠে আলোচনা সভা, কেক কাটা, মধ্যাহ্ন ভোজ ও দোয়ার মাধ্যমে দিনটি উদযাপন করে বিজিবি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী সেক্টর কমান্ডার কর্ণেল কামাল হোসেন উপস্থিত থেকে কেক কাটেন। তিনি তার বক্তব্যে বলেন, গত ১০ বছরে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও বিভিন্ন চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। সীমান্তের নিরাপত্তা আরও সুদৃঢ় করতে টহল কার্যক্রম বাড়ানোর নির্দেশও প্রদান করেন তিনি।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া জানান, গত এক বছরে ব্যাটালিয়নের সদস্যরা নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার কার্যক্রমের সাফল্যের কথা উল্লেখ করে সীমান্ত রক্ষা প্রশিক্ষণে দক্ষতার প্রশংসা করেন। একইসঙ্গে সীমান্তবর্তী এলাকার মানুষের সহযোগিতা ও সাহসিকতার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহাদাৎ হোসেন মাসুদ, ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. মোস্তাফিজুর রহমান, ৫৯ বিজিবির উপ-অধিনায়ক আব্দুল্লাহ আল আসিফ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজসহ ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top