মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির নলছিটিতে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিমিয় সভা করেছেন নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জোবায়ের হাবিব। বুধবার (৩রা ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে নবাগত ইউএনও মো: জোবায়ের হাবিব এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো:রিজভী আহমেদ সবুজ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজী, নলছিটি পাবলিক লাইব্রেরি ও সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি শামসুল আলম বাহার, নলছিটি প্রেসক্লাবের সহসভাপতি ‘দৈনিক বংলাদের খবর’র নলছিটি প্রতিনিধি মো: শাহাদাত হোসেন মনু, বীর মুক্তিযোদ্ধা রুস্তম খলিফা, জামায়েতে ইসলামি বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার নায়েবে আমীর মো:সাঈদুর রহমান কবির, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি মাওলানা শাহজালাল হোসাইন, নলছিটি প্রেসক্লাবের সহ সম্পাদক দৈনিক মানব জমিন’র নলছিটি উপজেলা প্রতিনিধি কায়কোবাদ তুফান, জুলাই যোদ্ধা ইমরান, সাথি আক্তার প্রমুখ।
এ সময় বক্তারা নলছিটি উপজেলা ও পৌর এলাকার অবকাঠামোগত বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার পদক্ষেপ প্রহনের অনুরোধ জানান। এ ছাড়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা কমনা করে নবাগত ইউএনও’র দৃষ্টি আকর্ষণ করেন উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
ধৈর্য সহকারে সকলের বক্তব্য শুনে আগমী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে হবে দৃঢ় অঙ্গীকার ব্যাক্ত করেন প্রধান আতিথি নবাগত নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জোবায়ের হাবিব।