৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

লালমনিরহাটে সীমান্ত রক্ষীবাহিনীর গুলিতে ১ বাংলাদেশী যুবক নিহত

রবিউল ইসলাম বাবুল, রংপুর বিভাগীয় প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ভারত সীমান্ত এলাকায় সুবজ নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ)।

বৃহস্পতিবার (০৪ডিসেম্বর) ভোর রাতে পাটগ্রাম সীমান্ত এলাকার ৮৬৪ ও ৮৬৫ নং পিলারের মাঝামাঝি ভারত সীমান্তের ভিতরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজসহ কিছু যুবক চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে ভারতের দিকে প্রবেশ করলে ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি ছোঁড়লে এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সবুজ গুলিবৃদ্ধ হয়ে মারা যায়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

নিহত সবুজ (২৫)পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পঁচাভান্ডার এলাকার শেরাজুল ইসলামের ছেলে।

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। তিনি বলেন, উচ্চপর্যায়ে আলোচনা করে পতাকা বৈঠকের মাধ্যমে সবুজের মৃতদেহ ভারত থেকে ফেরত দিবে বলে জানান তিনি।

ফেসবুকে আমরা

মন্তব্য করুন

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সর্বাাধিক পঠিত নিউজ

Scroll to Top