সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামে গভীর রাতে খড়ের গাঁদায় ধারাবাহিক অগ্নিসংযোগে আতঙ্কে দিন কাটছে কৃষকদের।
গত এক বছরে কয়েকজন কৃষকের খড় পুড়িয়ে দেওয়ার ঘটনার পুনরাবৃত্তিতে গ্রামে নিরাপত্তাহীনতা বাড়ছে। স্থানীয় কৃষকদের অভিযোগ বুধবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কৃষক তৌহিদুল ইসলামের বাড়ির সামনে রাখা দুইটি খড়ের গাঁদায় দুর্বৃত্তরা আগুন দেয়। কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গ্রামবাসী এগিয়ে এলেও বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় আগুন নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে।
পরে শেরপুর ফায়ার সার্ভিস এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ১০ দিনে একই গ্রামের কৃষক মো. বাবু মিয়ার একটি খড়ের গাঁদা এবং এক মাস আগে কৃষক জনাব আলীর খড়ের গাঁদাতেও একইভাবে অগ্নিসংযোগ করা হয়।
এসব ঘটনায় গ্রামে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত কৃষক তৌহিদুল ইসলাম জানান ২০ বিঘা জমির আমন ধানের খড় দুইটি গাঁদায় রেখেছিলাম। দুর্বৃত্তরা দুই গাঁদাই পুড়িয়ে দিয়েছে। প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেবে।
তিনি আরও জানান, এর আগেও তাদের পরিবার একই ধরনের ঘটনার শিকার হয়েছে। এ বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করবেন। গ্রামের অন্যান্য ক্ষতিগ্রস্ত কৃষকেরা জানান, গত কয়েক সপ্তাহে দুর্বৃত্তরা খড় পুড়িয়ে তাদের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করেছে।
ইউপি সদস্য গোলাম হোসেন জানান গভীর রাতে কে বা কারা এসব করছে বোঝা যাচ্ছে না। প্রায় এক বছর ধরে এভাবে খড়ের গাঁদায় আগুন ধরানো হচ্ছে। এতে কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অনেকেই খড় কম দামে বিক্রি করে দিচ্ছে, ফলে গবাদিপশুর খাদ্য সংকট দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, “গভীর রাতে কৃষকের খড়ের গাঁদায় আগুন লাগানোর ঘটনায় তদন্ত চলছে। দ্রুতই দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।